FANDOM


দিনের বেলার চাঁদ - বা লাল টুকটুকে ভোরের সূর্য নয়,
নয় মেঘলা দুপুরের সুশীতল মিস্টি বাতাস - ওসব ক্ষণিকের বিষয়।

পালিশ করে কাটা অমূল্য হীরে - অথবা জলদস্যুর গুপ্তধন নয়,
নয় কোন বিশ্বখ্যাত তৈলচিত্র - সেসব জাদুঘরেই মানায়।

যুদ্ধ জয়ের শৈর্য - বা জগৎ জোড়া খ্যাতি নয়,
নয় মৃত্যুঞ্জয় হবার আরদ্ধ গোপন পন্থা - ওসব জাগতিক চাওয়া পাওয়া।

পুব আকাশের উজ্জ্বলতম নক্ষত্র - বা দ্যা ব্রাইটেস্ট স্টার,
মোত্তোমো আকারুই হোশি - একমাত্র সেই চির অম্লান।